সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী এবং স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “দারিদ্র্য দূরীকরণে অধ্যাপক ইউনূসের আজীবন মিশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়।”
অধ্যাপক ইউনূস ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি ইমরান খানকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান। জবাবে ইমরান খান নিকট ভবিষ্যতে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনার কথা জানান।
৪৮ বছর বয়সী ইমরান খান ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। কর্মজীবনের শুরুতে জেপি মরগান ও ক্রেডিট সুইসে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ করেন। পরবর্তীতে আলিবাবার রেকর্ড ভাঙা আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান। স্ন্যাপচ্যাটে সিএসও হিসেবে যোগ দিয়ে কয়েক মাসের মধ্যে কোম্পানির মূল্য শূন্য থেকে ৭২৮ মিলিয়ন ডলারে উন্নীত করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান এবং নিজস্ব বিনিয়োগ প্রতিষ্ঠান প্রাইম অ্যাসেট পরিচালনা করছেন।
বাংলাদেশে দ্রুত বিকাশমান ফিনটেক খাত নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইমরান খান বলেন, “বাংলাদেশ একটি ফ্রন্টিয়ার মার্কেট। এখানে তরুণ জনগোষ্ঠী বিপুল, সম্ভাবনাও সীমাহীন।”
অধ্যাপক ইউনূস সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের প্রতি তাদের মোট বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয়ের প্রস্তাব দেন অথবা যৌথভাবে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান। ইমরান খান এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি