সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আশা করেছেন, এ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করবে।
রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে সোমবার স্থানীয় সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান প্রেসিডেন্ট লুলা।
উভয় নেতা ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএও সদর দপ্তরে বৈঠকে বসেন। আলোচনায় তারা সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য মোকাবিলার কৌশলসহ পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। লুলা তা গ্রহণ করে বলেন, “আমি বাংলাদেশে যাবো। তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই সফরটি সম্পন্ন করতে চান।
প্রেসিডেন্ট লুলা বলেন, ব্রাজিল তার নাগরিকদের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করতে চায় এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ কার্যক্রম থেকে শিখতে আগ্রহী।
এ সময় অধ্যাপক ইউনূস বলেন, এটি হবে এক অসাধারণ অভিজ্ঞতা।
দুই নেতা গভীর সমুদ্রে মৎস্য আহরণ, ফার্মাসিউটিক্যালস বিশেষত টিকা পেটেন্টমুক্ত ও সাশ্রয়ী করার উদ্যোগ—এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণআন্দোলনের প্রসঙ্গও উঠে আসে।
বৈঠকের এক পর্যায়ে অধ্যাপক ইউনূস তার পূর্ববর্তী ব্রাজিল সফরের স্মৃতিচারণ করেন, যার মধ্যে ছিল ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবর মাসে দেশটির বিভিন্ন শহর পরিদর্শন।
প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনূসকে আগামী বছর অ্যামাজন অঞ্চলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান, যাতে বিশ্বের বৃহত্তম উষ্ণমণ্ডলীয় অরণ্য রক্ষায় বৈশ্বিক মনোযোগ বৃদ্ধি পায়।
প্রধান উপদেষ্টা ইউনূস আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে তিনি ব্যস্ত থাকবেন। তিনি বলেন, “আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের জন্য এক বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি হবে গত ১৬ বছরে প্রথম সুষ্ঠু নির্বাচন।”
তিনি আরও বলেন, অতীতে স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল “ভুয়া ও কারচুপিপূর্ণ।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আলোচনার এক পর্যায়ে ফুটবল প্রসঙ্গ ওঠে আসে। অধ্যাপক ইউনূস হাস্যরসের সঙ্গে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল ফুটবল দলের অসংখ্য সমর্থক রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রাজিলের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাও বৈঠকে অংশ নেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি