সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের চতুর্থ আসর।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটির নিকেতনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টসের (বাইফা) ফাউন্ডার চেয়ারম্যান শাহারিয়ার স্বপনের উপস্থিতিতে বাইফার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রস্তুতি সভা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা সভা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাইফার পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, আলভি রায়হান সীমান্ত, চীফ অব অপারেশন্স আকিব মাহমুদ শুভ, হাদী, আকলিমা আকতার শান্তা, ব্যাংকার ও লেখক রিফাত মাহবুব সাকিব, দৈনিক নিরপেক্ষের পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহীন আলম জয়।
সভায় আগামীতে প্রোগ্রামগুলো কিভাবে সম্পন্ন করা যায়, এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি