সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জমকালো আয়োজনে (শুক্রবার ১৭ ই মে) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে অনুষ্ঠিত হয়ে গেলো চতুর্থতম বাইফা অ্যাওয়ার্ড। এতে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা হিসাবে জুড়ি ভোটের রায়ে চূড়ান্ত নমিনেশন পেয়ে এই অ্যাওয়ার্ড পেয়েছেন রিফাত মাহবুব সাকিব।
বাইফা অ্যাওয়ার্ড এই প্রথমবারের মতো পেলেও তার ঝুড়িতে রয়েছে মিরর অ্যাওয়ার্ড সহ দেশ-বিদেশের স্বনামধন্য অর্ধশতাধিক অ্যাওয়ার্ড।
এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আজকের এই বাইফা অ্যাওয়ার্ড আমার জন্য একটি বিশেষ সংযোজন যা আমার কাজকে আগামীতে আরোও উৎসাহিত করবে, আমি ধন্যবাদ জানাচ্ছি বাইফা টিম, একুশে টেলিভিশন সহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি