সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার জেলা বাঞ্ছারামপুর উপজেলায় মানিকপুর ইউনিয়নের চর মানিকপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল মাদক ব্যবসায়ীকে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ২,২০০ টাকাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার বার (২৪মে) বিকেল সাড়ে ৩টার দিকে দড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কসাই রুবেলের গরুর খামারের পাশে পাকা রাস্তা সাংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা করার কারণে বাড়ি ছাড়তে হয়।তার বড় ভাই সুমন, ভাগিনা রনি ও ইয়াসিন সহ ভাড়া বাসাতে তারা মাদকের ব্যবসা করে। গ্রামে অধিকাংশ মানুষ অতিষ্ঠিত।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরীর বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে আদালতে পাঠানো হবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি