সীমান্ত টিভি প্রতিবেদক: বাণিজ্য মেলায় দুই দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে।
ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতাকে নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়।
জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি