• সারাদেশ
  • বাদল হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় হোসেন কসাই গ্রেফতার

বাদল হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় হোসেন কসাই গ্রেফতার

২:৫৮ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৫
বাদল হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় হোসেন কসাই গ্রেফতার

রাশেদুল ইসলাম (সুশান) বাদল হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় হোসেন কসাই গ্রেফতার হয়ে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর)  সকালে শহরের আনন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হোসেন কসাই বিরাসার এলাকার মৃত আনু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সাবেক এমপি ও সাবেক গৃহায়ন গণপূর্তমন্ত্রী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তাঁর স্ত্রী মাউশির সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে বাদল  হত্যা মামলার ২১৮ নাম্বার  আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হাসেন বলেন, বাদল হত্যা মামলায় হোসেন কসাই গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন হয়। ২৭ মার্চ সদর উপজেলার নন্দনপুর বাজারে মিছিল বের করে। পরে মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বাজার থেকে চার কিলোমিটার উত্তরে সদর উপজেলার বুধলে গুলিতে জাবির হোসেনের ছেলে বাদল মিয়া নিহত হন।

মন্তব্য লিখুন

আরও খবর