মোহাম্মদ মহিবুর রহমান
বাবা সন্তানের চোখে এক মহান আদর্শ
হাসিমুখে মেনে নেন সন্তানের সকল আবদার ও শর্ত।
দাবি দাওয়া যদিও হয় আকাশসম বিস্তৃত
দাবি মিটাতে হন উদার, কখনো হন না সংকুচিত।
বাবা হলেন পরিবারের শেষ আশ্রয়স্থল, সাহস আর ছায়া
বটবৃক্ষের মতোই ছড়ানো ছাতা ও মায়া।
পরিবারে যতই বিপদ আসুক
বাবা শক্ত হাতে সামলান সব, যে যাই বলুক।
নিজের নেই কোন চাওয়া, নেই কোন সাধ
সন্তানের হাসিমাখা মুখেই ভুলে যান সব বিষাদ।
বাবা দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা
বাবার স্নেহ ও মমতায় গড়ে উঠে সন্তানের আত্মবিশ্বাস ও ভরসা।
বাবা তুমি সুপার হিরো, অদম্য সাহস আর শক্তি
চিরকাল করবো তোমায় শ্রদ্ধা ও ভক্তি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি