সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত হয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। তবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে মানুষকে বেকার করে দেওয়া সমাধান হতে পারে না। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রতিষ্ঠান বন্ধ করে কেন আমরা বেকারত্ব বাড়াব? এসব বিষয় নিয়ে ভাবতে হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় দেশের অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন যে, ওপেন ইকোনমির যুগের সূচনা করেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি সবসময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করেছে, এবং বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে” এ কথা কেউ বলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি এবং তাদের ওপর আস্থা রাখতে হবে। বিএনপি মহাসচিবের মতে, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। বিএনপি শুধু নতুন বাংলাদেশ’ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়—যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমানভাবে বিকশিত হবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি