• জাতীয়
  • বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

৬:১৯ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৫
বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ রবিবার (৩১ আগস্ট) দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। প্রতিটি দলের সঙ্গে বৈঠক পৃথকভাবে অনুষ্ঠিত হবে।

প্রেসসচিব আরও জানান, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রধান উপদেষ্টা ও তার সরকার।

রাজনৈতিক মহলে আজকের বৈঠককে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনায় নির্বাচনকালীন সরকারের কাঠামো, নির্বাচন কমিশনের ভূমিকা ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, এনসিপি নির্বাচনের স্বচ্ছতা, সমান সুযোগ নিশ্চিত করা এবং বিরোধীদলীয় দাবি নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই ধারাবাহিক বৈঠক অচলাবস্থা নিরসন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

আরও খবর