(সিমান্ত টিভি প্রতিবেদক) দেশের একমাত্র পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানাযায়।
শনিবার (১১ জানুয়ারি) এই নির্বাচনে দুটি দল প্রতিদ্বন্দ্বিতাকারী-সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের প্রশাসক আনোয়ার হোসেন।
ঢাকার উত্তরায় বিজিএমইএ’র কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।
এছাড়া বৈঠকে উপস্থিত সবাই পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন নেতারা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি