শাহীন আলম জয় (চিফ রিপোর্টার)
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ‘বিটিভির প্যাকেজ প্রিভিউ’ কমিটির সদস্য হয়েছেন সীমান্ত টিভি’র প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা, প্রযোজক, জাতীয় চলচ্চিত্র বিজয়ী অভিনেত্রী ইলোরা গহর।
এ বিষয় ইলোরা গহরের অনুভূতি জানতে চাইলে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার কাজের মাধ্যমে বাংলাদেশকে বহির্বিশ্বে তুলে ধরেছি এই যেমন আমেরিকান ব্যাংক, আমেরিকান স্কুল, ফ্রান্সের ফেরদুলা মিউজিকের উপস্থাপক, হিস্টেন ইউনিভার্সিটি, বিএমডব্লিউ, এইচএসবিসি সহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত ছিলাম সেহেতু আমি প্রত্যাশা করবো ড. মুহাম্মদ ইউনুস, সেনাপ্রধান ও অন্যান্য উপদেষ্টারা আমার সিভির প্রতি যত্নবান হয়ে বাংলাদেশ এম্বাসিতে যুক্ত করবেন বলে মনে করি।
উল্লেখ্য ইলোরা গহরের বাবা বাংলাদেশের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদক বিজয়ী প্রয়াত নাঈমুল হক গহর।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রকাশিত হয়েছে ১৫ সদস্যের এই কমিটি।
কমিটিতে সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। নির্মাতা রাজিব সালেহীন, ফারজানা চৌধুরী বেবি,অভিনয় শিল্পী শাহেদ শরীফ খান,শাহেদ আলী, তানজিকা আমিন, সাংবাদিক অপূর্ব রুবেল, আহমেদ তেপান্তর, নিশক তারেক আজিজ, রাশেদ মামুন অপু, নির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনয়শিল্পী আরশ খান।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি