সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসক বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি। যদি প্রয়োজন হয়, তখন বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসছে যে, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, তবে চিকিৎসক এসবকে ‘ফেক নিউজ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
উল্লেখ্য, গত ৫ মে চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে, যা শেষ করে রাতেই বাসায় ফেরেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি