সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিদেশে নিযুক্ত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটসহ কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।
শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দূতাবাসকে ফোনের মাধ্যমে এ বিশেষ নির্দেশনা জানায়। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, এতদিন বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের বাসভবনে রাষ্ট্রপতির ছবি প্রদর্শিত থাকত। নতুন নির্দেশনায় তাৎক্ষণিকভাবে সব ছবি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রক্রিয়া তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নিরাপদে সরানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আর রাষ্ট্রপতি বা সরকারপ্রধানের ছবি প্রদর্শিত হবে না।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি