
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে শনিবার রাত ৯টা ১০ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
পরিদর্শনকালে তিনি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। পরিচালক জানান, মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শে আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলছে। এতে দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের পরামর্শও নেওয়া হচ্ছে।
বর্তমানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, ৯ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ের বলে জানান পরিচালক। তবে রোগীদের অবস্থা পরিবর্তনশীল হওয়ায় এই শ্রেণিবিন্যাস সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
প্রধান উপদেষ্টা জানতে চান, চিকিৎসা কার্যক্রমে কোনো ওষুধ বা যন্ত্রপাতির ঘাটতি রয়েছে কি না। উত্তরে পরিচালক বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকরা কিছু বিশেষায়িত যন্ত্রপাতিও সঙ্গে এনেছেন।
বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, দুর্ঘটনার পর দগ্ধদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। তবে স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্স স্বল্পতা একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা জরুরি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাকে স্পষ্ট করেছে।
তিনি আরও জানান, রোগীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো ও দেহাবশেষ শনাক্তে ডিএনএ পরীক্ষার কারণে শুরুতে হতাহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
প্রধান উপদেষ্টা এসব সমস্যার দ্রুত সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রস্তুত ও বাস্তবায়নের নির্দেশ দেন। আহত ও নিহতদের স্বজনদের জন্য মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা আন্তরিক এবং প্রতিজ্ঞাবদ্ধ। একইসঙ্গে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিদেশি সহায়তাকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে বিমান বাহিনী প্রধানের...
বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে বিমান...
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর...
পোশাক নিয়ে জারি করা নির্দেশনা বাধ্যতামূলক নয়: বাংলাদেশ...
পোশাক নিয়ে জারি করা নির্দেশনা বাধ্যতামূলক...
বিমান দুর্ঘটনা নিয়ে কিছুই গোপন নয়: বিমানবাহিনী প্রধান
বিমান দুর্ঘটনা নিয়ে কিছুই গোপন নয়:...
সহিংসতা উসকে দিচ্ছে নিষিদ্ধ ছাত্র সংগঠন: তারেক রহমান
সহিংসতা উসকে দিচ্ছে নিষিদ্ধ ছাত্র সংগঠন:...
১ এক বছর আগে বিবাহিত পাইলট তৌকিরের স্বপ্ন...
১ এক বছর আগে বিবাহিত পাইলট...