সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরবর্তী পদক্ষেপ হিসেবে শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সহধর্মিণীসহ ঢাকার তুরাগে যান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং একজন অভিভাবক হিসেবে তাদের দুঃখ ভাগ করে নেয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।
তার পত্নী ও বাফওয়া সভানেত্রী সালেহা খান শোকগ্রস্ত মায়েদের পাশে থাকার অঙ্গীকার করেন।
পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহত শিশুদের কবরস্থানে এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একইসাথে, রাজশাহীর সপুরায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের কবর জিয়ারত করা হয়।
উত্তরার তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠে শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের জানাজায় বিমান বাহিনীর প্রতিনিধিদল অংশ নেয় এবং মরহুমার প্রতি শ্রদ্ধা জানায়।
বিকেলে, ঢাকা ঘাঁটিসহ বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের অফিসার্স মেসে আয়োজিত বিশেষ দোয়ায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রয়াত বৈমানিকের পরিবার, মাইলস্টোন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান এ সময় পুনরায় প্রতিশ্রুতি দেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকবে বাংলাদেশ বিমান বাহিনী।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি