সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বকে বদলে দিতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান।
ইউনূস বলেন, “আমি তিন শূন্যের এক পৃথিবীর কথা বলছি শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ (যাতে দারিদ্র্য দূর হয়) এবং শূন্য বেকারত্ব (যা সবার সৃজনশীলতা কাজে লাগিয়ে সম্ভব)।
তিনি আরও বলেন, শূন্য বর্জ্য ধারণাটিও সমান গুরুত্বপূর্ণ এবং এটি জাতিসংঘ মহাসচিবের ‘জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর অংশ।
প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেন, থ্রি-জিরো ক্লাবের সদস্যরা প্রতিশ্রুতি দেবে টেকসইভাবে জীবনযাপন, বর্জ্য কমানো এবং সামাজিক উদ্যোক্তা হওয়ার। একই সঙ্গে তারা বৈশ্বিক উষ্ণায়ন, বৈষম্য ও বেকারত্বে কোনো অবদান রাখবে না।
তার মতে, যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, তত দ্রুত গড়ে উঠবে থ্রি-জিরো পরিবার, গ্রাম, শহর অবশেষে এক থ্রি-জিরো বিশ্ব।
তিনি বলেন, “এটি একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়, কিন্তু একসঙ্গে সেই পদক্ষেপগুলোই বিশ্বকে পাল্টে দিতে পারে।
অধ্যাপক ইউনূস আরও যোগ করেন, “সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম এবং প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে জটিলতম বৈশ্বিক সংকটও সমাধান করা সম্ভব। আসুন আমরা ন্যায়, টেকসই ও আশার ভিত্তিতে এক নতুন পৃথিবী নির্মাণ করি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি