সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়িসহ গোয়ালঘর ভস্মীভূত হয়ে ৫টি গৃহপালিত গরু দগ্ধ হয়েছে। এ ছাড়া একজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর মধ্যপাড়ার শিরু ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন।
পুলিশের সাবেক সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শামীম জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে বৈদ্যুতিক তারে লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই সময় ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুন নিভাতে গিয়ে ঘর ও গরুর মালিক মিজান ব্যাপারীর ছেলে মাসুদ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া আগুএন শিরু ব্যাপারীর ছেলে আবু তাহের, কাশেম ব্যাপারীর ছেলে পারভেজের ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা। স্থানীয় যুবদল নেতা মামুনুর রশিদ জানান, অগ্নিদগ্ধ দুটি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি