• সারাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন টেবিলে গান গেয়ে এক প্রসূতি মা ভাইরাল 

ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন টেবিলে গান গেয়ে এক প্রসূতি মা ভাইরাল 

১২:৫৫ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৫

(রাশেদুল ইসলাম সুশান) রোগীর ভয় কমাতে অভিনব পদ্ধতি ব্যবহার করলেন গাইনি চিকিৎসক ডাঃ ফৌজিয়া জাফরিন (টিকলি)। শুক্রবার (৩ জানুয়ারি) কোন এক সময় অপারেশনের থিয়েটারে রোগীকে নেওয়ার পর ভয়ে সে কান্না কাটি করতেছিল, তখন রোগী নিজে বলতেছিল সে গান ও গজল পারে।

এমতাবস্থায় অপারেশনের ভয় কাটাতে চিকিৎসক গান গাইতে অনুরোধ করলে তিনি তাঁর সুরেলা কণ্ঠে জনপ্রিয় একটি গান গেয়ে ভাইরাল হয়েছেন। রোগীকে ব্যস্ত রেখে আনন্দ ও বিনোদনের মাধ্যমে চিকিৎসা সেবায় মানবতার দৃষ্টান্ত দেখালেন ডা: ফৌজিয়া । সুস্থ দেহ সুস্থ মন সবাই চাই। এমন ব্যতিক্রম কাজটি উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছেন এই গাইনী বিশেষজ্ঞ ।

মন্তব্য লিখুন

আরও খবর