(রাশেদুল ইসলাম সুশান) রোগীর ভয় কমাতে অভিনব পদ্ধতি ব্যবহার করলেন গাইনি চিকিৎসক ডাঃ ফৌজিয়া জাফরিন (টিকলি)। শুক্রবার (৩ জানুয়ারি) কোন এক সময় অপারেশনের থিয়েটারে রোগীকে নেওয়ার পর ভয়ে সে কান্না কাটি করতেছিল, তখন রোগী নিজে বলতেছিল সে গান ও গজল পারে।
এমতাবস্থায় অপারেশনের ভয় কাটাতে চিকিৎসক গান গাইতে অনুরোধ করলে তিনি তাঁর সুরেলা কণ্ঠে জনপ্রিয় একটি গান গেয়ে ভাইরাল হয়েছেন। রোগীকে ব্যস্ত রেখে আনন্দ ও বিনোদনের মাধ্যমে চিকিৎসা সেবায় মানবতার দৃষ্টান্ত দেখালেন ডা: ফৌজিয়া । সুস্থ দেহ সুস্থ মন সবাই চাই। এমন ব্যতিক্রম কাজটি উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছেন এই গাইনী বিশেষজ্ঞ ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি