• সারাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পরই লাইনচ্যুত কক্সবাজার এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পরই লাইনচ্যুত কক্সবাজার এক্সপ্রেস

৬:৪৯ পূর্বাহ্ণ , ১০ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন উদ্ধারের পরই লাইনচ্যুত কক্সবাজার এক্সপ্রেস

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে একইস্থানে লাইনচ্যুত হয়েছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি কোচ। তবে এবারের ঘটনায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের একটি কোচ উল্টে চট্টগ্রামগামী লাইনে পড়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। কিন্তু তার মাত্র আধা ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আউটার অংশে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পিছনের একটি কোচের দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচলে আবারও বিঘ্ন ঘটে।

তবে রিলিফ ট্রেনটি তখনই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছিল বলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রেল কর্মকর্তা। এতে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয় বলে জানান এ রেল কর্মকর্তা।

মন্তব্য লিখুন

আরও খবর