ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য সহ আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি মোঃ সুমন মিয়া(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ফেব্রুয়ারী) দুপুরের এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো.ছমিউদ্দিন।
গ্রেফতারকৃত শ্রমিকলীগের সভাপতি মোঃ সুমন মিয়া নুরপুর এলাকার এলু মিয়ার ছেলে, ডাকাত দলের সদস্যরা হলেন, কসবার বিনাউটির মৃত নুরুল হকের ছেলে আরজু মিয়া(২৮),আখাউড়ার মনিয়ন্দ এলাকার জানু মৃধার ছেলে মোঃ কাউছার মৃধা (৩৫) ও দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকার মোঃ আব্দুল মিয়ার ছেলে খলিল মিয়া(২১)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি