(রাশেদুল ইসলাম সুশান) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে বৃষ্টি খাতুন (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) উপজেলার পুড়া গুদাম হুমায়ুন সর্দারের ৭তলা একজন ভাড়াটিয়া বাসিন্দা তিনি । নিহত বৃষ্টি খাতুন বাবা বাড়ি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বামীর কাছে বায়না করে বাবার বাড়িতে বেড়াতে যাবে সেখান থেকে কক্সবাজার যেতে চাইলে স্বামী হারুন মিয়া ছোট বাচ্চার নিউমোনিয়া ও তিব্র শীত থাকার কারণে যেতে অপারগতা প্রকাশ করেন আর তা থেকে অভিমান করে সুযোগ বুঝে পাশের রুমে গিয়ে আত্মহত্যা করেন। স্বামী হারুন মিয়া বুঝতে পেয়ে ৯৯৯ কল করে, পরে পুলিশ দুপুর আনুমানিক দুইটার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে।
এই ধরনের আত্মহত্যা গুলোকে মনোবিজ্ঞান বিশ্লেষকরা মনে করেন, মানসিক নির্যাতন অথবা অতিরিক্ত টেনশন থেকে হয়ে থাকে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি