শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে জেলা জামায়াতের দলীয় কার্যালয় ‘আল-হেরা কমপ্লেক্সে’ আয়োজিত একটি দিনব্যাপী শিক্ষা শিবিরে এ ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন।
আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান জানান, দলের সাংগঠনিক অবস্থা বর্তমানে আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী। ইতোমধ্যে আখাউড়া ও কসবা উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।
আতাউর রহমান সরকারের প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ও ছবি পোস্ট করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আতাউর রহমান সরকার কসবা উপজেলার পুরাতন বাজার (কাঞ্চনমুড়ী) এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কসবা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আতাউর রহমান সরকার লেখালেখি, সাংবাদিকতা এবং সমাজসেবায়ও নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি