সীমান্ত টিভি বিনোদন ডেস্ক:শাহরুখ খান রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে স্যালুট জানাচ্ছেন তিনি।
সেই ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, আসুন আমরা এই দেশের জন্য এমন কিছু করার প্রতিজ্ঞা করি, যা আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দিতে পারি। আমরা যেন সংবিধানের মূল্যবোধকে বজায় রাখতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।
ছবিতে যতটুকু বোঝা যাচ্ছে, তাতে স্পষ্ট মান্নাতে প্রজাতন্ত্র দিবস পালন করছেন তিনি। সাদা শার্ট, চোখে রোদচশমা এঁটে তেরঙা পতাকাকে স্যালুট জানাচ্ছেন শাহরুখ।
শুধু বাস্তবে নয়, শাহরুখের দেশপ্রেম পর্দাতেও প্রতিফলিত হয়েছে। ‘ডাঙ্কি’, ‘পাঠান’, ও ‘জওয়ান’-এ শাহরুখ অভিনীত চরিত্রটি দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকেছে।
শাহরুখ ছাড়াও বলিউডের আরও অনেকেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, অনুষ্কা শর্মাসহ আরও অনেক তারকা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি