সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় শুক্রবার সকালে এক ভয়াবহ ঘটনা ঘটে, যখন একটি যুদ্ধবিমানের ড্রপ ট্যাংক অসাবধানতাবশত পড়ে গিয়ে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে আশ্চর্যজনকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী ধাতব বস্তু আছড়ে পড়ে। বিকট শব্দে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে এবং উঠানে ৮ থেকে ১০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়। বাড়িটির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষ পড়ে পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় বাড়ির ভেতরে মনোজ সাগর তার সন্তানদের সঙ্গে খাচ্ছিলেন এবং তার স্ত্রী ছিলেন রান্নাঘরে। সবাই অক্ষত থাকলেও তাঁরা প্রবল ধাক্কা অনুভব করেন। ‘ড্রপ ট্যাংক’ মূলত যুদ্ধবিমানের বাহ্যিক অতিরিক্ত জ্বালানি ট্যাংক, যা প্রয়োজনে বিমান থেকে খসানো যায়। এই ট্যাংকগুলো সাধারণত দীর্ঘ পাল্লার অভিযানে ব্যবহৃত হয়।
ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে এবং তারা এই অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে। বিমানবাহিনী আরও জানিয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িগুলিও কেঁপে ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনের টিম। পুরো এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার স্বার্থে। শিবপুরী জেলার পুলিশ সুপার আমন সিং রাঠোর বলেন, ভারতীয় বিমানবাহিনীর একটি জেট থেকে পড়ে যাওয়া ভারী ধাতব বস্তু দুটি কক্ষ ধ্বংস করেছে। সৌভাগ্যবশত, ঘরে থাকা চারজন সদস্য সবাই নিরাপদে রয়েছেন।”
পুলিশের উপবিভাগীয় কর্মকর্তা (এসডিওপি) প্রশান্ত শর্মা জানান, বস্তুটির গায়ে পোড়ার দাগ ছিল এবং এটি অত্যন্ত শক্ত। গ্বালিয়র বিমানঘাঁটির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছালে নিশ্চিতভাবে বলা যাবে এটি কী এবং ঠিক কোন উৎস থেকে এসেছে। তদন্ত চলছে এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিমানবাহিনীর বিশেষজ্ঞরাও এই ঘটনায় যুক্ত রয়েছেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি