সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ধরনের ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই’। এ বিষয়ে ভারতে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম জিটিও-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জিটিওর বরাত দিয়ে সাক্ষাৎকারটি প্রকাশ করে।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা চলছে। তবে বাস্তবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে ড. ইউনূস জানান, এ সিদ্ধান্তে তিনি প্রথমে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, আমি অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব।
ড. মুহাম্মদ ইউনূসের মতে, বর্তমান সরকারের দায়িত্ব পালনের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক ধারা সুসংহত করা এবং দেশের মানুষের অধিকার সুরক্ষিত করা।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি