(সীমান্ত টিভি প্রতিবেদক) অবৈধ ভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আগরতলা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরার স্থানীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমসহ কয়েকটি গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতের গণমাধ্যম বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলওয়ে পুলিশ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় । এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতরা হলেন দেবানন্দ দাস (৫৭), শেফালী দাস (৫১), যশমি দাস (১৮), গোলাপী দাস (২১), রুবেল দাস (২৮) ও রানী দাস (২৩) নামে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিদের সকলের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস দাস। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি