সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে উত্তেজনা কমানোর একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়া হয়েছে। চারদিনের টানা উত্তেজনা এবং হামলা-পাল্টা হামলার পর, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তটি শনিবার (১০ মে) বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়ে দেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, দীর্ঘ এক রাতের আলোচনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, বিকেল ৫টা থেকে ভারতীয় সেনাবাহিনী স্থল, আকাশ এবং জলপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করেছে। পাকিস্তানের ডিজিএমও ভারতীয় ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যা ভারতীয় পক্ষ গ্রহণ করে। দুই দেশ একমত হয় যে, সকল প্রকার গুলি এবং গোলাবর্ষণ বন্ধ থাকবে।
আগামী ১২ মে আরও বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের সামরিক কর্মকর্তারা আবার ফোনে আলোচনা করবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এক্স-এ দেওয়া পোস্টে বলেন, শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে পাকিস্তান সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে কোনো আপস হবে না।
এদিকে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপর ভারত পাকিস্তানকে দায়ী করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক মহল শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছিল।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি