সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী দের বিভিন্ন গ্রামে ধর্মীয় জ্ঞানের আলো ছড়াচ্ছে গীতা গৌর সেবা সংঘের পরিচালিত “শ্রী শ্রী সনাতনী গীতা শিক্ষালয়।
ধর্মীয় শিক্ষায় পিছিয়ে থাকা এলাকায় এমন শিক্ষা কার্যক্রমে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার পাশাপাশি খুশি স্থানীয় কোমলমতি শিক্ষার্থী ও অবিভাবকরা ৷
জানা যায়, শাহদৌলতপুর নোয়াপাড়ায় ইতোপূর্বে এমন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু ছিলনা ৷ এসব বিষয় বিবেচনা করে গীতা গৌর সেবা সংঘ এর উদ্যােগে চালু করেন এই গীতা স্কুল।
শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা উপকরণ সামগ্রীর ব্যায় সংগঠনটির অর্থায়নে বহন করলেও শিক্ষকদের সম্মানী দিতে পারেন না তারা। অবশ্য শিক্ষকরাও পাঠদান করাচ্ছেন নিঃস্বার্থভাবে। তারা তাদের গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পেরে আনন্দিত।
সাম্প্রতিক সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত এ গ্রামের কোমলমতি শিশুদের গীতা শিক্ষা পাঠদান করাচ্ছেন বিজয় দেবনাথ ও শাওন দেবনাথ। এ গীতা স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল ব্যাপক।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি