সাগর দেব,কুমিল্লা প্রতিবেদকঃ ময়নামতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ দুই শিক্ষকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির এডহক কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, দায়িত্ব ভাতা হিসেবে বিধি বহির্ভূতভাবে গৃহীত অর্থ প্রতিষ্ঠান বরাবর ফেরত দিবেন অধ্যক্ষ।
এডহক কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, অধ্যক্ষ মোঃ শাহজাহান ভূঞাকে সাময়িক বরখাস্ত করার পূর্বে তাকে কোনরূপ শোকজ নোটিশ দেয়া হয়নি। এতে ‘প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিস’ প্রতিপালন হয়নি। তার বিরুদ্ধে নেয়া কার্যক্রমে পদ্ধতিগত ত্রুটি সুস্পষ্ট।
তবে তিনি আইন ও বিধি বহির্ভূত যে দায়িত্ব ভাতা গ্রহণ করেছেন তা প্রতিষ্ঠানে ফেরত দিবেন। পাশাপাশি আইন ও বিধি বহির্ভূত ভাতা গ্রহণ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে অধ্যক্ষকে সতর্ক করা হয়েছে। তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পূনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ময়নামতি স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ শাহজাহান ভূঞা কর্তৃক ব্যয়কৃত অর্থ সংক্রান্ত ১ জুলাই তারিখের এক তদন্ত প্রতিবেদন দৃষ্টে প্রতিয়মান হয় যে, তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা গ্রহণ করেছেন। প্রতিবেদনে কিছু মতামত উল্লেখ করে তা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি বরাবর পেশ করা হয়। তারপূর্বে কোনরূপ শোকজ ছাড়াই অধ্যক্ষসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সে আলোকে এডহক কমিটির সভাপতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এর চিফ রিপোর্টার ও ল’ডেস্ক ইনচার্জ দিদারুল আলমের সভাপতিত্বে ময়নামতি স্কুল এন্ড কলেজে কমিটির এক সভায় বিষয়টি উত্থাপিত হয়। অধ্যক্ষসহ দুই শিক্ষক বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রম আলোচনা, পর্যালোচনা ও বিদ্যমান বিধি বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ ও মর্যাদা বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করে এডহক কমিটি।
এছাড়াও মজিবুর রহমান, জেষ্ঠ্য প্রভাষক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) বিষয়ে আনীত অভিযোগ গঠিত তদন্ত কমিটি কোনরূপ অডিট আপত্তি পাননি। তবে তদন্ত কমিটি প্রতিষ্ঠানটির বিষয়ে কিছু সুপারিশ করেছেন। সুপারিশসমূহ হলো-
সিদ্ধান্তঃ
অডিট ফামের রিপোর্ট অনুযায়ী জনাব মজিবুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক, ময়নামতি স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে কোন আর্থিক আপত্তি নাই। সুপারিশ সমূহ- ভবিষ্যতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রয়োজন হলে কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রদানের সুপারিশ করা হল।
শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীন সমস্যা মিটানোর উদ্যোগ গ্রহন করা। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা গ্রহন করা।
অধ্যক্ষ মোঃ শাহজাহান ভূঞার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধিমালা, ২০২৪ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ প্রদানের কোনরূপ তথ্য এ সংক্রান্ত নথিতে পরিলক্ষিত হয়নি। সভা আহ্বান ও কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রবিধানমালা পুরোপুরি প্রতিপালিত হয়নি। মোঃ শাহজাহান ভূঞার বিরুদ্ধে নেয়া কার্যক্রমে পদ্ধতিগত ত্রুটি তথা আইনের ত্রুটি সুষ্পষ্টভাবে প্রতিয়মান হয়েছে। তা সত্ত্বেও তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রমের মধ্য দিয়ে কিছু অভিযোগ এডহক কমিটির নজরে এসেছে। বিদ্যমান আইন ও বিধিবহির্ভূত কোনরূপ কার্যক্রম প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয় বলে মনে করেছে এডহক কমিটি। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বৃহত্তর স্বার্থ ও বিদ্যমান অচলাবস্থা নিরসনে সিদ্ধান্ত গ্রহণ করেছে এডহক কমিটি।
ময়নামতি স্কুল এন্ড কলেজের আগামীর কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি দিদারুল আলম। তিনি ঐতিহ্যবাহি এ প্রতিষ্ঠানে সকল শিক্ষক কর্মচারী, অভিভাবকগণ ও এলাকাবাসীর সার্বিক সহায়তা কামনা করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা পেলে ময়নামতি স্কুল এন্ড কলেজ আরও অসাধারণ মেধা বিকাশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
উল্লেখ্য, দিদারুল আলমকে সভাপতি করে গত ২৪ জুন এডহক কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। অধ্যক্ষসহ দুই শিক্ষকের বিষয়ে সাময়িক বরখাস্ত ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম পূর্বের কমিটির সিদ্ধান্ত ছিল।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি