সাগর দেব,কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চীফ রিপোর্টার এবং ল-ডেক্স এর ইনচার্জ দিদারুল আলম।
এ উপলক্ষে আজ সকাল ১০টায় আলী আহাম্মদ মৈশান মডার্ণ স্কুলে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত সভাপতি দিদারুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ কে আজাদ মাহমুদ ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে দিদারুল আলম শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন—প্রধান শিক্ষক এ কে আজাদ মাহমুদ,একাউন্টিং শিক্ষক নয়ন চন্দ্র পাল,ইংরেজি শিক্ষক সাইদুল ইসলামসহ আরও অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে এক ইতিবাচক আবহ সৃষ্টি হয় এবং প্রোগ্রামের শেষাংশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি