• আন্তর্জাতিক
  • মাদুরোকে ঘিরে মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

মাদুরোকে ঘিরে মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

৬:৩৪ পূর্বাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৬
মাদুরোকে ঘিরে মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার।

আজ সোমবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে বিভিন্ন মিশনে নিয়োজিত থাকা কিউবার ‘যোদ্ধারা’ এই অভিযানে নিহত হন। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে কিংবা স্থাপনায় বোমা হামলার ফলে প্রাণ হারান তারা। তীব্র প্রতিরোধ গড়ে তোলার পরই তাদের মৃত্যু হয়।

ভেনেজুয়েলার সরকারের ঘনিষ্ঠ মিত্র কিউবা বহু বছর ধরেই দেশটিতে সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কিউবা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দ্বারা সংঘটিত এই অপরাধমূলক হামলার সময় ভেনেজুয়েলার অংশীদারদের অনুরোধে বিপ্লবী সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্ব পালনকালে যুদ্ধ কার্যক্রমে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।

নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি পরে জানানো হবে বলে জানিয়েছে হাভানা।

এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে ‘সাহসী ভেনেজুয়েলার জনগণ এবং আমাদের আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন।

অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। নিউইয়র্কে মাদক-সংক্রান্ত মামলায় তাদের বিচার হবে। ৬৩ বছর বয়সী মাদুরোর সোমবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এর আগে তিনি সব ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য লিখুন

আরও খবর