সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মানবাধিকার খবর পত্রিকার আলোচনা সভা ও নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান বুধবার বিকেলে ঢাকার একটি কনভেনশন হলে মানবাধিকার খবর আয়োজিত "মানবিক মানুষ সম্মাননা-২০২৫" অনুষ্ঠিত হয়।
মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব মার্গুব মোর্শেদ, মানবাধিকার সংগঠক রেজোয়ানা বাশার, নাসরিন হেলালী, প্রযোজক ও পরিচালক হেদায়েতুল্লাহ তুর্কি, সিনিয়র সাংবাদিক জয় শাহীন, জামাল শিকদার, জহিরুল ইসলাম।
কাদের গনি চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছর প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সোনার বাংলাকে পরিণত করা হয়েছিল মৃত্যু উপত্যাকায়। ফ্যাসিস্ট শেখ হাসিনার ভয়ঙ্কর সময়ে দেশের মানুষ ছিল অধিকার হারা। দেশে গণতন্ত্র ছিল না। মানবাধিকার ছিল না। আইনের শাসন ছিল না। ভোটাধিকার ছিল না। বাক স্বাধীনতা ছিল না। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না।
বিএফইউজে মহাসচিব বলেন, আজ আমাদের সবচেয়ে বড় দরকার নিজেকে পাল্টানো। আমরা সবাই বাংলাদেশের পরিবর্তন চাই কিন্তু নিজের পরিবর্তন করতে নারাজ। ব্যক্তি বা নাগরিক কেমন হওয়া উচিত এটা সবাই জানি মোটামুটি। এবার শুধু জানলেই হবে না বরং মানতে হবে আমাদের। সততা,দেশপ্রেম, নৈতিকতা, শৃঙ্খলা আর ভালোবাসার মানদণ্ডে এগিয়ে থাকতে হবে প্রতিটি নাগরিককে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি, দুর্নীতি, চাঁদাবাজি মব জাস্টিস আর অন্যায়কে না বলার সাহস থাকতে হবে প্রতিটি নাগরিকের। নিজেকে পরিবর্তন করতে হবে তাহলেই সামগ্রিক পরিবর্তন সহজ হবে।
একই দিনে মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিনের জন্মদিন হওয়াতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেন পত্রিকাটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি