সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গরের বেস্তারি জয়া এলাকায় একটি পামওয়েল কারখানায় স্টিম বয়লার বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশিসহ চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ মে) সকালে সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ কর্মী দগ্ধ হন। তাদের একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। কারও পরিচয় জানানো হয়নি। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আহতদের দ্রুত উদ্ধার করে তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ উদঘাটন এবং কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি