সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটেছে, তাতে আমি হতাশ। ভাই তো চাইলে সহজেই বলতে পারতেন, এটা আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয় নয়, কিন্তু তিনি তা করেননি।
তিনি আরও লিখেছেন, আমাদের নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলেও এর বাইরেও অতিরিক্ত অনেক দায়িত্ব পালন করতে হয়। ছাত্রদের যেকোনো সমস্যা, যৌক্তিক দাবি কিংবা আন্দোলনের সমাধানে সবসময় আন্তরিক থাকার চেষ্টা করি। এমনকি অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতুবন্ধনের ভূমিকা পালন করি, সমঝোতার চেষ্টা করি।
আসিফ মাহমুদ জানান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনাটি সরাসরি আমার অফিসিয়াল দায়িত্বের মধ্যে না পড়লেও দায়বদ্ধতার জায়গা থেকে আমি উদ্যোগ নিয়েছি।
এর আগে, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে কথা বলার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারেন। ঘটনার পর তিনি কথা না শেষ করেই স্থান ত্যাগ করেন।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি