• জাতীয়
  • মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬:৩৩ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫
মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে গজারিয়ায় টহলরত পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ-ডাকাতদল গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুতই যৌথ বাহিনী ব্যবস্থা নেবে।”

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খালের পাড় দখলমুক্ত রাখতে ঢালাই করে দেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর