সীমান্ত টিভি ক্রীড়া ডেস্ক: মাস্টারস্ট্রোক? তা বলাই যায়। দল যখন বিদায়ের পথে, তখন তো কিংবদন্তিরাই পার্থক্য গড়ে দেন লিওনেল মেসির জোড়া গোলের ম্যাজিকে আরও একবার উদ্ধার পেল ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শুরুতে এক গোল পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়া মায়ামি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে বসে মায়ামি। এলএএফসির ডিফেন্ডার অ্যারন লংয়ের গোলে অ্যাগ্রিগেট স্কোরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তখন মনে হচ্ছিল, সেমিফাইনালে পৌঁছানো কঠিন হয়ে যাবে মেসিদের জন্য।
তবে ম্যাচের ৩৫তম মিনিটে দলের হয়ে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ইন্টার মায়ামি। ৬১তম মিনিটে অ্যালেনের পাস থেকে রেদোনদো গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরান। যদিও অ্যাওয়ে গোলের নিয়মে তখনও এগিয়ে ছিল এলএএফসি।
৬৭ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৮৪তম মিনিটে পেনাল্টি পায় মায়ামি এবং সেখান থেকে মেসি গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক অস্কার দুটি দুর্দান্ত সেভ করে জয় নিশ্চিত করেন। ফলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে উঠে যায় মায়ামি। এখন সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হতে পারে মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
ঢাকা অফিস: ৪২-৪৩ (ট্রেজার আইল্যান্ড) সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, শান্তিনগর ঢাকা-১২১৭। ফোন:+৮৮০১৭১১-০৪০২০৮
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি