• ফিচার
  • মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি শীর্ষক আলোচনা

মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি শীর্ষক আলোচনা

১২:৫২ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৫
মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি শীর্ষক আলোচনা

সীমান্ত টিভি ডেস্ক: রিফাত মাহবুব সাকিব, বিশিষ্ট ব্যাংকার, মননশীল লেখক ও গবেষক যিনি আকজ এর মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন। সুন্দর ও রুচিশীল বাংলাদেশ বিনির্মানে যার অগ্রযাত্রা প্রশংসনীয়। আমরা আকজ পরিবার খুবই সন্মানিত বোধ করছি রিফাত মাহবুব সাকিবকে আমাদের আয়োজনে পেয়ে।