সীমন্ত টিভি নিউজ ডেস্ক: মোংলা বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় ভর্তি ৩০টি ওয়াগন রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়।
মোংলা বন্দরের মাধ্যমে আমদানিকৃত কোন পণ্য বন্দরে জেটি থেকে সরাসরি রেলের মাধ্যমে পরিবহণ কাজ শুরু হলো।
গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আসে। তারপর মোংলা বন্দরে আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়। সেখান থেকে রেলযোগে গন্তব্যে পাঠানোর মধ্য দিয়ে এই প্রথম মোংলা থেকে রেলপথে পণ্য পরিবহণ শুরু হল।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি