জোহরা আজিন মাহাথীর যুক্তরাষ্ট্র থেকে: ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে ৮ আগস্ট শুরু হয়েছে মুনা কনভেনশন ২০২৫। মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (MUNA) আয়োজিত এই তিন দিনের মহাসম্মেলন হাজারো মানুষের পদচারণায় মুখরিত, যেখানে মূল প্রতিপাদ্য — “Torchbearers of Islam: Spreading the Faith Globally”*অর্থাৎ *“ইসলামের প্রদীপবাহী: বিশ্বজুড়ে ঈমানের আলো ছড়িয়ে দেওয়া”।
প্রথম দিনই নানা আয়োজন ও তাৎপর্যময় বক্তব্যে সমৃদ্ধ হয়েছে কনভেনশন। শুক্রবারের জুমার খুতবা প্রদান করেন খ্যাতনামা ইমাম সিরাজ ওয়াহহাজ, যা উপস্থিত মুসল্লিদের মনে আধ্যাত্মিক প্রেরণা জাগিয়েছে। এরপর মঞ্চে আসেন বিশ্বখ্যাত ইসলামি আলেম ড. ইয়াসির কাদ্দি, ও ইমাম সিরাজ ওয়াহহাজ, যারা মুসলিমদের জ্ঞান, দাওয়াহ, সেবা, শিক্ষা ও করুণার মাধ্যমে দুনিয়ায় ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল ন্যাশনাল কুরআন প্রতিযোগিতা, হ্যাকাথন ও রোবোটিক্স প্রদর্শনী, এবং ৩০০-এর বেশি স্টলের সমন্বয়ে বিশাল বাজার। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আলাদা যুব সম্মেলন MUNA Youth Program —ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য পৃথক আয়োজন—যেখানে তরুণ মুসলিমরা শেখার, বেড়ে ওঠার ও একে অপরের সাথে সংযোগ তৈরির সুযোগ পেয়েছে। আয়োজকরা জানান, গত বছরের মতো এবারও যুব সম্মেলনের প্রথম দিন ছিল উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর।
কনভেনরের বক্তব্যে আরমান চৌধুরী মনে করিয়ে দেন যে, বিভ্রান্তি ও চ্যালেঞ্জের এই যুগে মুসলিমদের উচিত আলোর বাহক হওয়া—অজ্ঞতাকে জ্ঞানে, অবিচারকে ন্যায়ে, হতাশাকে আশায় রূপান্তরিত করা, নবী মুহাম্মদ (সা.)-এর মহান শিক্ষার প্রতিফলন ঘটানো।
এই মহাসম্মেলনের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরছে। প্রথম দিনের সাফল্যের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে দ্বিতীয় দিনের আরও চমকপ্রদ আয়োজনের জন্য।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি