সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আনাদোলুর খবরে বলা হয়েছে, এমবিএস জানান— “আমরা আশা করছি আজ বা আগামীকাল ঘোষণা দিতে পারব যে যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হচ্ছে। এটি হবে বাস্তব বিনিয়োগ।”
তিনি আরও বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বহু চুক্তি সই হবে, যা ‘বৃহৎ বিনিয়োগের সুযোগ’ তৈরি করবে।
ক্রাউন প্রিন্সের বক্তব্যের সময় ট্রাম্প বিস্ময় প্রকাশ করে জিজ্ঞেস করেন, “মানে ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়নে পৌঁছাবে?” জবাবে এমবিএস বলেন, “অবশ্যই, কারণ আজ আমরা যে সব চুক্তি সই করছি, তা বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্রাম্প সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মতি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই এটি ১ ট্রিলিয়নও হতে পারে— যদিও এ বিষয়ে আমাকে আরও কিছু কাজ করতে হবে।”
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এক্স–এ দেওয়া পোস্টে এই বৈঠককে ‘সৌদি–মার্কিন সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি করেছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদারে সহায়তা করবে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি