
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তিনি বলেন, সরকার নির্ধারিত সময়েই অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলোচনায় তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূস জানান, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং এর পর তিনি তার পূর্বের পেশায় ফিরে যাবেন। অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি ব্যাংক থেকে বিপুল অর্থ নিয়ে পালিয়ে গেছে। তবে আমরা অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করেছি।
জবাবে আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, খুব অল্প সময়ে আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। যখন ঝুঁকি সবচেয়ে বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”
তিনি আরও বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে টেকসই অগ্রগতির জন্য সাহসী সংস্কার অপরিহার্য। বিশেষ করে ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব আহরণ জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সময় নিউইয়র্কে ড. ইউনূস প্রথমবারের মতো আইএমএফ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেন, সেই বৈঠক বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ভিডিও কলে আলাপের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলে
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে...
নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে পারে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কাল থেকে বাড়তে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে...
নির্বাচনে এআই-এর অপপ্রয়োগ প্রতিরোধে সেন্ট্রাল সেল...
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য: প্রধান উপদেষ্টা
টেকসই উন্নয়ন অর্জনে মানসম্পন্ন পরিসংখ্যান অপরিহার্য:...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে...
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা...