
সীমান্ত টিভি নিউজ ডেস্ব: রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে নগরজীবনে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। ফলে প্রকৃত তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি ছিল বেশি। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকার বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে আবহাওয়ার তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে।
এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হয়ে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদদের মতে, এই শীতের প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের মাত্রা আরও বাড়তে পারে।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি