(শাহীন আলম জয় প্রধান প্রতিবেদক) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে অস্ত্র ও মাদক সেবনের অভিযোগে সেনাবাহিনীর হাতে পাঁচজন আটক। এছাড়া রাজধানীর উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, বাড্ডা, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, শান্তিনগর, পল্টন, মতিঝিল ও ঢাকা মাওয়া হাইওয়ে রোডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নতুন বছর ঘিরে সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা ছিলো চোখে দেখার মত ।
সেনাবাহিনীদের পক্ষ থেকে জানানো হয় থার্টি ফার্স্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তারা রাস্তায় থেকে যথেষ্ট তৎপর ছিল রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।
ছবিঃ শাহীন আলম জয়
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি