সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানী ও এর আশপাশের জেলাগুলোতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন, গাজীপুরে এক প্লাটুন এবং নারায়ণগঞ্জে এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
সাম্প্রতিক সহিংসতা ও নিরাপত্তা ব্যবস্থা
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক বাস ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তবে রাজধানীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “একটি নিষিদ্ধ রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।”
ডিএমপি কমিশনার জানান, গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজধানীর বাইরের এলাকা থেকে এসেছে। হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে এবং এসব কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সতর্কতা ও জনসচেতনতার আহ্বান
রাজধানীবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের যানবাহন অন্য কাউকে দেওয়ার আগে সতর্ক থাকবেন, আর কোনো আগন্তুক সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।
তিনি আরও বলেন, “যেসব বাস অরক্ষিত ছিল বা যাত্রী কম ছিল, সেসব যানেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা জরুরি। ঢাকাবাসী একসঙ্গে এগিয়ে এলে এসব নাশকতা প্রতিহত করা সম্ভব।”
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি