সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দিনের বেলায় গরম অনুভূতি কিছুটা বাড়তে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও সারাদিন আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় নগরীতে সামান্য বা ট্রেস পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
অধিদপ্তরের প্রকাশিত দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার আগে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি স্থানে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি