সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনে করেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন। তিনি সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো সমন্বয় না করে বা ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে নির্বাচনে সংঘাত বা অচলাবস্থার আশঙ্কা থেকেই যায়।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের প্রথম ধাপের সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের দায়িত্ব হলো নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করা। যেকোনো ঝড়, বাধা বা প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপই নেব।”
সিইসির মতে, নির্বাচন প্রক্রিয়া সফল করতে রাজনৈতিক দলগুলোর নৈতিক ও কার্যকর সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন, সংলাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী আচরণবিধি যেন সবার মাধ্যমে যথাযথভাবে প্রতিপালিত হয়। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের ও কর্মীদের আচরণবিধি মানতে উদ্বুদ্ধ করলে নির্বাচন কমিশনের কাজ সহজ হয়ে যায়।
সিইসি জানান, জাতীয় নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসা একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার জন্য তিনি দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হেড অফ নিউজ: মাহাথীর খান ফারুকী, অ্যাসাইনমেন্ট এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি