সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (৯ জুলাই) তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেন।
চলতি বছরের ১ জুলাই ঢাকায় সৌদি দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন ড. আব্দুল্লাহ জাফর। রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এ কূটনীতিক চীন ও দক্ষিণ কোরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচিত।
এর আগে, সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি চলতি বছরের এপ্রিলে ঢাকা ত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি