সাগর দেব,কুমিল্লা প্রতিবেদকঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনা-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রোটার্যাক্টর আবু হানিফ রুপু সভাপতি এবং সাগর দেবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি ক্লাবের সাবেক সভাপতি (২০২৪-২৫) রোটার্যাক্টর রাসেল মিয়ার সভাপতিত্বে, ক্লাব ট্রেইনার মহিউদ্দিন নায়েলের বাসভবনে ক্লাবের ২৬তম নিয়মিত সভায় রোটার্যক্টর পিপি.তাজ্জুল ইসলাম ভূঁইয়া সোহলকে প্রধান উপদেষ্টা,রোটার্যাক্টর পিপি. জাকির হোসেন ও অর্নিবান পালকে উপদেষ্টা, রোটার্যাক্টর পিপি.এনএম মহিউদ্দিন নায়েল এবং রোটার্যাক্টর পিপি.কাউছার আহম্মেদ রিপনকে ক্লাব ট্রেইনার করে নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আব্দুর রহমান,আশিকুর রহমান আবির,সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সজল, মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, সদ্য বিদায়ী সভাপতি মো.রাসেল মিয়া, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সমাজসেবা পরিচালক প্রসেনজিৎ সূত্রধর, অর্থ সেবা পরিচালক নিজাম উদ্দিন শাওন,ক্লাব সেবা পরিচালক মাহাদী হাসান দায়িত্ব পালন করবেন।
এছাড়া বিভিন্ন সদস্য পদে তাহমিনা চৌধুরী, রিফাত হোসেন ও মোঃ নেজামুল কে নিয়ে মোট ১৫ জন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি ক্লাবের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা অভিযান’, ‘স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি’, ও ‘শীতবস্ত্র বিতরণ’ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
সভাপতি রোটার্যাক্টর আবু হানিফ রুপু তার বক্তব্যে বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লাবের সকল সদস্যদের প্রতি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রেখেছেন। রোটার্যাক্ট কেবল একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আমরা একসাথে কাজ করে মানবিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করবো।”
সাধারণ সম্পাদক রোটার্যাক্টর সাগর দেব বলেন, “এই ক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা ব্যক্ত করার ভাষা নেই। আমি চেষ্টা করবো, ক্লাবের স্বচ্ছতা, কার্যকারিতা এবং কার্যক্রমে গতি আনতে। নতুন কমিটির সবাই মিলে আমরা একটি গতিশীল ও উদাহরণযোগ্য বছর উপহার দিতে চাই
আগামী ১ জুলাই ২০২৫ থেকে রোটারির নতুন বর্ষ শুরু হলে এই নতুন কার্যকরী কমিটিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। ক্লাবের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, নতুন নেতৃত্ব ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং সমাজের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অ্যাসাইনমেন্ট এডিটর: মাহাথীর খান ফারুকী, অনলাইন এডিটর: শাহীন আলম জয়
নিউইয়র্ক অফিস: ৩৯৪৭,৬৩ স্ট্রিট, ফ্লোর-০১, উডসাইট, এনওয়াই-১১৩৭৭, নিউইয়র্ক সিটি, ইউএসএ। ফোন: +১(৩৪৭)৭৪১৪৬২৯
নিউজ ই-মেইল:- simantonewstv@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব ®️ সংরক্ষিত। সীমান্ত টিভি